ভোরের বাতাস গায়ে মেখে
খোদার ঘরে যাই
খোদার ঘরে গিয়েই আমি
শান্তি খুঁজে পাই।
খোদার ঘরে নামাজ পড়ে
করি মোনাজাত
দ্বীনি শিক্ষা দাওগো খোদা
তুলেছি দুইহাত।
জীবদ্দশায় চাই না আমি
বাড়ি-গাড়ির সুখ
চাই গো খোদা মরণকালে
একটু হাসিমুখ।
জীবন পথে আশা করি
এমন একটি জয়
খোদার ঘরে এই অধমের
মরণ যেন হয়।