শ্রেষ্ঠ বাবা
ইলহাম সাদি
আমার বাবা শ্রেষ্ঠ বাবা
শ্রেষ্ঠ বাবার মন
আমার জন্য বাবার যত
শ্রেষ্ঠ আয়োজন।
আমার বাবার যত্ন আমি
হীরে-মানিক রত্ন আমি।
আলো আমি
ভালো আমি
আমি বাবার সুখ,
আমার মাঝে দেখি সদা
বাবার হাসিমুখ।।
আমার বাবা মহান বাবা
মহান বাবার কাজ
আমার জন্য বাবার যত
আলোকিত সাজ।
আমার বাবার দৃষ্টি আমি
ভালোবাসার বৃষ্টি আমি।
মতি আমি
গতি আমি
আমি বাবার চাঁদ,
আমার মাঝে দেখি সদা
বাবার মনের স্বাদ।।