কথা
ইলহাম সাদি
কথা দিয়ে কথা রাখার
সাধ্য সবার নাই
জীবন মানে হাসিকান্না
বুঝতে হবে ভাই।
ভেবে-চিন্তে কথা বলার
স্বভাব আছে যার
এ জগতে ভালোবাসার
অভাব হয় না তার।
কথায় যদি শিক্ষা থাকে
কথায় আসে জয়
শিক্ষনীয় কথার দ্বারাই
জীবন ভালো হয়।
কথার মাঝে ফুটে যদি
মনুষ্যত্বের ফুল
আলোকিত হবে জীবন
চাঁদের সমতুল।