1. tungtang.com@gmail.com : https://www.tongtang.online/ https://www.tongtang.online/ : https://www.tongtang.online/ https://www.tongtang.online/
  2. info@www.tongtang.online : টুংটাং :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

স্বপ্নচর

ইলহাম সাদি 

 

আমার বাড়ি স্বপ্নপুরে

স্বপ্নে আছি বেশ,

স্বপ্ন ডানায় উড়ে উড়ে

ভ্রমণ করি দেশ।

 

স্বপ্নে দেখি স্বপ্নে আঁকি

স্বপ্নে খুঁজি সুখ,

স্বপ্ন নিয়েই বেঁচে আছে

আমার হাসিমুখ।

 

স্বপ্ন আমার ভিটে বাড়ি

স্বপ্ন সাধের ঘর,

স্বপ্ন সদাই ঘুরে বেড়ায়

আমার স্বপ্নচর।

 

স্বপ্ন পথে পথিক আমি

স্বপ্নে পুলক পাই

স্বপ্ন রঙে রঙ্গিন হয়ে

স্বপ্নে গেয়ে যাই।

 

 

স্মৃতির আয়না

ইলহাম সাদি 

 

নতুন যুগের এই আগমনে

বদলে গেছে অনেক কিছুই।

চলার পথ বদলেছে,

বদলেছে মানুষও।

ভালোবাসার ভাষাটাও আর-

আগের মতো নেই।

সহজ-সরল দিনগুলো

শুধু এখন স্মৃতির ছায়া।

 

যে মাঠে ছিল শিশুদের খেলাধুলা-

কাঁচা ঘাসে হাসতো ভোরের শিশির,

সেই মাঠে এখন দাঁড়িয়ে আছে-

সারি সারি প্রাণহীন দালানকোঠা।

হাসির জায়গা দখল করেছে ব্যস্ততা,

আনন্দ ঢেকে রেখেছে

যন্ত্রচালিত জীবনের ধূসর নিয়ম।

 

যে অতীতে বাজতো রাখালের বাঁশি,

সেই সুরে লুকিয়ে থাকতো

মন ভালো করার যাদু।

আজ সেই বাঁশির বদলে

শোনা যায় শহরের হর্ন আর-

ক্লান্ত সময়ের দীর্ঘশ্বাস।

 

সকালে পাখিরা এখন আর ডাকে না,

ডাকে কেবল মোবাইলের এলার্ম।

ভোরের আলোয় আর জাগে না প্রাণ,

জেগে থাকে শুধু এক অনন্ত প্রশ্ন-

“কে কার চেয়ে বড়?”

 

অতীত ছিল এক মমতাময় সময়-

যার রং আজ মুছে গেছে-

আধুনিকতার ধুলোয়।

 

মানুষ এখন হাসে যন্ত্রের মতো,

কাঁদে না, শুধু সয়ে যায় চুপচাপ।

স্মৃতিরা নেমে আসে নরম রোদের মতো-

হৃদয়ের গহীনে।

সবকিছু নিঃশব্দেই বলে যায়-

সবই পাল্টে গেছে, তবুও কিছু রয়ে গেছে-

একটি আয়নায়,

যার নাম “স্মৃতি”।

 

 

সত্য ছুটিতে গেছে

ইলহাম সাদি 

 

মানুষ স্বপ্ন দেখে।

কেউ চায় শুধু একটু শান্তি,

আবার কেউ চায় সমস্ত আলো-

একাই গিলে ফেলতে।

কেউ খোঁজে একফোঁটা ভালোবাসা,

আর কেউ চায় ভালোবাসার সমুদ্র।

এই নিয়েই মানুষের লড়াই।

 

বাড়ি আছে, গাড়িও আছে,

তবু চোখজুড়ে শূন্যতা জমে থাকে।

আয়ের খাতায় লোভের হিসাব,

আর ব্যয়ের খাতায় লেখা থাকে-

হারানো দিনের মানুষের কথা।

 

দস্যুরা দল বেঁধে আসে,

ভদ্রবেশে লুকায় তাদের আসল রূপ।

ক্ষমতার ঢেউয়ে ভাসে তারা,

আর দুখী জনতার কান্নায়-

ফুটে ওঠে তাদের মুখে নির্লজ্জ হাসি!

 

কেউ কেউ মুখে বলে ভালো,

আর পেছনে ছুঁড়ে মারে বিষের তীর।

মানবজীবন আজ এক যুদ্ধক্ষেত্র-

যেখানে ন্যায়ের হয় অবসান,

আর সত্য চলে যায় ছুটিতে।

 

রশি টানাটানির খেলায়

“তুমি ভুল” “আমি ঠিক”

এই নীতিটাই এখন জয়ী!

 

আর টাকা…..?

সে তো আজকের নতুন প্রভু!

তার গায়ে থাকুক ঘামের গন্ধ,

তবুও মানুষ সিজদা করে তাকে-

স্বার্থ আর স্বীকৃতির আশায়।

 

ভণ্ডের মাজারে ফুল ফোটে প্রতিদিন,

সততার উঠোনে আর কেউ হাঁটে না!

 

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট